ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে ২৪ ঘণ্টায় ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৪ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে আগের তুলনায় আরও বেড়েছে করোনার তাণ্ডব। গত একদিনেও যার শিকার প্রায়  চার লাখ মানুষ। নতুন করে প্রাণহানি ঘটেছে ৬ হাজারের অধিক ভুক্তভোগীর। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ২৯ হাজার ছুঁই ছুঁই। যার অধিকাংশই আমেরিকা, ব্রাজিল ও ভারতের নাগরিক। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার৭১৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ২৩ হাজার ১৪৯ জনে। নতুন করে ৬ হাজার ১৪১ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৯১০ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৬ লাখ ১৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৭১ হাজার রোগী। 

করোনার সবচেয়ে ভুক্তভোগীদের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ২০ হাজার ৩০৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৬ হাজার ১৪৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৪৯ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ৯৫০ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫২ লাখ ৭৪ হাজার ৮১৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৮৮ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী  ১৪ লাখ ৩০ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৬৩৫ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১০ লাখ ৩০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ২১০ জনের।  
ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে  ১৯ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১শ’ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন।  এর মধ্যে ৩ লাখ ৭ হাজার ১৪১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৯৯ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি